
হাতে মোবাইল নিয়ে ঝিমাইতে ঝিমাইতে ভাবিতে লাগিলাম, কমলাকান্ত যদি সত্যিকারের হয়ত আমার পোস্ট দেখিয়া কোন অঘটন করে বসাইত।
না করে ও উপায় কি?রবি ঠাকুর যেভাবে কমলাকান্তকে শ্রী করে সাজাইলেন, আমি তাহাকে বিশ্রী করে অপমানিত করিয়াছি। সাধু আর চলিত ভাষার মিশ্রণে যে বিষ্পোরণ ঘটিয়েছি
তাহাতে কমলাকান্ত আহত না হওয়ার উপায় কি!
হয়ত কমলাকান্ত আমার পোস্ট পড়িয়া আমাকে রিপোর্ট বা ব্লক মারত।
ইহা...