ব্লগ সাইট বানাতে এখনই

ক্লিক করুন.........



Thursday, January 25, 2018

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সেতু || বিবিধ ।। যুগবানী


HKZMB
HKZMB


হংকং ম্যাকাও ও চীনের মূল ভূমির সাথে সংযোগ স্থাপন করতে নির্মিত হয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু যার নাম  Hong Kong - Zhuhai - Macau Bridge(HKZMB) । ৫৫কিলোমিটার (৩৪ মেইল) দীর্ঘ এ সেতুর নির্মাণ কাজ শুরু হয় ১৫ ডিসেম্বর ২০০৯।এতে রয়েছে সর্পিলাকার সড়ক সেতু ও আন্ডার ওয়াটার টানেল। এর সাথে সংযুক্ত হয় হংকংয়ের লানতাউ দ্বীপ । মূল চীনের দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাই ও জুয়াখেলার ছিট্মহল ম্যাকাওয়ের সাথে । এতে পার্ল নদীর মোহনা অতিক্রম করে সেতুটি । ২০১৮ সালে সেতুটি খুলে দেয়া হলে ব্যবসা সম্প্রসারিত হবে এবং ভ্রমণে  সময় অপচয় অনেকটা হ্রাস পাবে।

0 comments:

Post a Comment

ব্লগ সাইট বানাতে এখনই

ক্লিক করুন.........