ব্লগ সাইট বানাতে এখনই

ক্লিক করুন.........



Thursday, January 25, 2018

বিটকয়েন কী ও দাম কত? ।। প্রযুক্তি খবর ।। যুগবানী


বিটকয়েন ।। যুগবানী



সাতোশি নাকামোতো ২০০৯ সালে বিটকয়েন আবিষ্কার করেন।যদিও এটি তার ছদ্ম নাম।ধারনা করা হয় একদল সফটওয়্যার ডেভেলপার এই ধরনের ভার্চুয়্যাল মুদ্রা আবিষ্কার করেন। এই ধরনের মুদ্রাকে ক্রিফটো কারেন্সি বলে। তবে  বিটকয়েন নামে পরিচিতি লাভ পাই।
বিটকয়েন লেনদেনের কোন ব্যাংকিং ব্যাবস্থা নেই। ইলেকট্রনিক মাধ্যামে অনলাইন দুই জন ব্যবহারকারীর মধ্য সরাসরি আদান প্রদান হয়।লেনদেনের নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় ক্রিফটোগ্রাফির পদ্ধতির মাধ্যমে। এখনো অনেক দেশে মুদ্রা হিসেবে স্বীকৃতি না পেলে ও এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রচলিত পদ্ধতিতে ২ কোটি ১০ লাখ বিটকয়েনের প্রচলন সম্ভব। উদ্ভাবকের নামের সাথে মিল রেখে এর ভগ্নাংশ  ‘ সতোশি ‘ নামে পরিচিত।এক বিটকয়েনের ১০ কোটি ভাগের এক ভাগ হলো এক সতোশি। বর্তমানে ১ বিটকয়েন দাম ১১৩৯২.৫২ মার্কিন  ডলার অর্থাৎ ৯,৪৮,৪৬০ টাকা (গুগল থেকে সংগৃহীত)।

0 comments:

Post a Comment

ব্লগ সাইট বানাতে এখনই

ক্লিক করুন.........