ব্লগ সাইট বানাতে এখনই

ক্লিক করুন.........



Tuesday, January 30, 2018

বাংলাদেশে বিশ্বের দ্বিতীয় উচ্চতম মিনারের মসজিদ ।। ইসলামি বিশ্ব ।। যুগবানী


tallest minar masjid

টঙ্গাইলের গোপাল্পুর উপজেলা থেকে সাত কিলমিটার পশ্চিমে দক্ষিণ পাথালিয়া গ্রামের ঝিনাই নদীর তীরে নির্মিত হচ্ছে বিশ্বের ২য় উঁচু মিনারের মসজিদ । ১৩ জানুয়ারি ২০১৩ মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। ২০১৮ সালে এর নির্মাণ কাজ শেষ হবে। মসজিদের মিনারের উচ্চতা ৪৫১ ফুট(১৩৮ মিটার)। আর গম্বুজ থাকছে ২০১ টি ।প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণধীন মসজিদটি ১৫ বিঘা জমির ওপর অবস্থিত।
বিশ্বের সর্বোচ্চ মিনারটি মরক্কোর কাসাব্লাংকায় অবস্থিত দ্বিতীয় হাসানের মসজিদ।এর উচ্চতা ৬৮৯ ফুট(২১০মিটার)।তবে এটি ইটের তৈরী নয়।

0 comments:

Post a Comment

ব্লগ সাইট বানাতে এখনই

ক্লিক করুন.........